ট্রেইলারেই ঝড় তুলেছে দামাল | Damal trailer Review | Siam Ahmed, Soriful raaz, bidya sinha mim, Raihan rafi.<br /><br />দামাল মুভির বিশেষ বিশেষত হচ্ছে এটা মুক্তিযুদ্ধের একটি অংশের গল্প। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমাই বাংলাদেশে হয়েছে। কিন্তু দামালে মুক্তিযুদ্ধের ভিন্ন এক দিক উপস্থাপন করা হয়েছে। হয়ত অনেকের কাছে অজানা।<br /> ১৯৭১ সালের জুন মাসে মুক্তিযুদ্ধ চলাকালীন সমায়ে বাংলাদেশী ফুটবল দল মুক্তিযুদ্ধের পক্ষে জনমত, পরিচিতি ও অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভারতসহ বিভিন্ন স্থানে মোট 16টি প্রদর্শনী ম্যাচ খেলে মোট 5 লাখ টাকা আয় করে। <br />সেই সমায়ে ফুটবল দলটি স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে পরিচিত ছিল। পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালিন সমায়ে প্রথম ফুটবল দল এটিই।<br />#CineVerse #Damal